Home / মিডিয়া নিউজ / সালমানের পরিবারের কাছে ক্ষমা চাইলেন রণবীরের মা

সালমানের পরিবারের কাছে ক্ষমা চাইলেন রণবীরের মা

সোনম কাপুরের রাজকীয় বিয়েতে নেমেছিল তারকাদের ঢল। অন্যান্য তারকাদের সঙ্গে হাজির ছিলেন

ঋষি কাপুর ও তার স্ত্রী নীতু সিং। সেখানেই সালমান খানের ভাই সোহেল খানের স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার

করেন ঋষি। সেদিনের সেই ঘটনায় পরে সালমানের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন ঋষির স্ত্রী নীতু।

ইন্ডিয়া টিভি নিউজের খবরে জানানো হয়, সোনমের অভ্যর্থনা অনুষ্ঠানে ঋষি কাপুরকে এড়িয়ে যান সালমান। তাতে ক্ষেপে যান ঋষি। সোহেল খানের স্ত্রী সীমা খানকে সামনে পেয়ে কড়া কথা শুনিয়ে দেন তিনি।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সালমানের কাছে নালিশ করেন সীমা। এরপর সালমান খুঁজতে বের হন ঋষি কাপুরকে। কিন্তু ততক্ষণে ঋষি পার্টি ছেড়ে বাড়ির পথে। এরপর এই খবর জেনে সীমার কাছে গিয়ে ক্ষমা চান অভিনেতা রণবীর কাপুরের মা নীতু।

৪ মে মুক্তি পায় ঋষি কাপুর ও অমিতাভ বচ্চন অভিনীত ’১০২ নট আউট’। সিনেমাটি ভালোই সাড়া তুলেছে বক্স অফিসে।

এই মুহূর্তে ’রেস ৩’ ছবির শুটিংয়ে ব্যস্ত সালমান। আসন্ন ঈদে মুক্তি পাবে ছবিটি।

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published.