Home / মিডিয়া নিউজ / প্রকাশ হলো সালমানের বিয়ের তারিখ!

প্রকাশ হলো সালমানের বিয়ের তারিখ!

খুব সহসা বিয়ের পড়িতে বসছেন না বলিউড ভাইজান সালমান খান। তবে আগামী ২০১৬ সালের

আগস্ট অথবা ২০১৭ সালের জুলাই মাসের মধ্যে ভাইজান বিয়ে করতে পারনে বলে জানা গেছে।

তবে ভাইজানের বিয়ের এমন তারিখ তিনি অথবা তার পরিবারের পক্ষ থেকে ঘোষণা করা হয় নি।

বিয়ের এ সম্ভাব্য তারিখটি ঘোষণা করেছে ভারতের জ্যোতিষ অনুপম ভি কাপুর। অ্যাস্ট্রো-নিউমেরোলজিস্ট অনুপম ভি কাপুর ভারতীয় একটি পত্রিকাকে জানিয়েছেন, সালমান খানের জন্য আগামী বছরটি উন্নতির বছর। পাশাপাশি বিয়ের সম্ভাবনাও রয়েছে এ তারকার। অবশ্য সাফল্যের সঙ্গে সঙ্গে বিভিন্ন চড়াই উৎড়াই পার করতে হবে তাকে। ২০১৬ সালের আগস্ট এবং ২০১৭ সালের জুলাইয়ে মধ্যে বিয়ের সম্ভাবনা রয়েছে সালমানের।

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published.