Home / মিডিয়া নিউজ / দশ বছর প্রেমের পর বিয়ে করতে যাচ্ছেন সোনিয়া

দশ বছর প্রেমের পর বিয়ে করতে যাচ্ছেন সোনিয়া

এক যুগেরও বেশি সময় ধরে প্রেম করে আসছিলেন মডেল ও অভিনেত্রী সোনিয়া হোসেন। এবার

হলো চূড়ান্ত পরিণয়। পাত্র ময়মনসিংহের। নাম শামীম আহমেদ স্টিভ। দুই পরিবারের সম্মতিতে আয়োজনেই গত ৩ জানুয়ারি হলো সোনিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান।

আজ বৃহস্পতিবার সোনিয়া হোসেইন’র বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের আকদ হবে বলে জানা গেছে। পরে একটি অভিজাত রেস্টুরেন্টে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

জানা গেছে বর শামীম আহমেদ স্টিভ বেসরকারি প্রাইভেট এয়ারলাইনস এয়ার এরাবিয়াতে চাকরি করেন। দীর্ঘদিন প্রেমের পর অবশেষে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন।

সোনিয়ার মিডিয়ায় আগমণ করেন ২০০৩ সালে। ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় শীর্ষ পাঁচজনের হয়ে আসেন তিনি। পরে ২০০৫ সালে তিনি গিয়াস উদ্দিন সেলিমের ‘প্রেমে পড়ার গল্প’ নাটকে অভিনয় দিয়ে অভিনয় জীভন শুরু হয় তার।

এছাড়াও চিত্রনায়িকা হিসেবেও অভিষেক হয়েছে তার। আলভী আহমেদ পরিচালিত ‘ইউটার্ন’ নামের একটি ছবিতেও অভিনয় করেছেন তিনি।

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published.