Home / মিডিয়া নিউজ / সেভেন পড়ুয়া ছেলের গার্লফ্রেন্ড হোক চান অর্পিতা

সেভেন পড়ুয়া ছেলের গার্লফ্রেন্ড হোক চান অর্পিতা

প্রায় এক মাস আগে মুক্তি পেয়েছে পরিচালক শৈবাল মিত্রের ‘চিত্রকর’। বহু দিন পরে অর্পিতা

চট্টোপাধ্যায়কে বড়পর্দায় দেখলেন দর্শক। সে ছবির ফিডব্যাক কেমন? অর্পিতার নেক্সট প্ল্যানই বা কী?

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজার পত্রিকার সঙ্গে সেসব বিষয়ে সরাসরি কথা বলেন অর্পিতা।

নিজের ব্যবসার কারণে লাস্ট সাড়ে চার বছর দিল্লিতে থাকছেন অর্পিতা। তাই ছেলে মাঝে মধ্যেই কলকাতা থেকে তার কাছে আসে আবার চলে যায়। অর্পিতাকে প্রশ্ন করা হয়, ‘মিশুক তো কয়েক দিন পরেই ফিরে যাবে, মন খারাপ?’

অর্পিতা বলেন, ‘মিশুক জানুয়ারির ফার্স্ট উইকেই চলে যাচ্ছে। ওর ফিরে যাওয়াটা বা ওকে পৌঁছে দেওয়াটা আমাদের, মানে মা-ছেলে দু’জনের জন্যই ট্রমাটিক এক্সপিরিয়েন্স। সে কারণেই ও ফিরে যাওয়ার সময় বুম্বাদা ওকে দিয়ে আসে। আমি ওয়েট করে আছি কবে ওর গার্লফ্রেন্ড হবে, তা হলে হয়তো এটা কমবে।’

অর্পিতাকে আরও প্রশ্ন করা হয়, ও কোন ক্লাসে পড়ে? উত্তরে তিনি জানা, সেভেনে।

তাকে পাল্টা প্রশ্ন করা হয়, ‘মানে, সেভেনের পড়ুয়ার মা চাইছেন, ছেলের গার্লফ্রেন্ড হোক?’

অর্পিতা বলেন, ‘অফকোর্স। ওর ফিরে যাওয়ার একটা সেপারেট এক্সাইটমেন্ট আর রিজন থাকলে হয়তো এখনও যে চাইল্ডিশ বন্ডিং, সেটা কমবে। একটা মিসিং ফ্যাক্টর কোথাও হওয়া দরকার।’

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published.