Home / মিডিয়া নিউজ / সালমানের সুপারিশ নয়, নিজের যোগ্যতায় সুযোগ পেয়েছেন মৌনী

সালমানের সুপারিশ নয়, নিজের যোগ্যতায় সুযোগ পেয়েছেন মৌনী

ছোট পর্দার জনপ্রিয় মুখ মৌনী রয়। টেলিভিশন সিরিয়াল ‘নাগিন’ ও ‘নাগিন টু’তে অভিনয় করে

ভক্তদের মন জয় করেছেন তিনি। এবার অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে মৌনীর।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিলো, সুপারস্টার সালমান খানের সুপারিশেই মৌনী রয় বলিউডে তার প্রথম

ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন। কিন্তু এই জল্পনা সরাসরি নাকচ করে দিয়েছেন ‘গোল্ড’-এর প্রযোজক রিতেশ সিধওয়ারি।

এ প্রসঙ্গে রিতেশ জানান, নিজের প্রতিভার জোরেই ‘গোল্ড’-এ অভিনয়ের সুযোগ পেয়েছেন মৌনী। এজন্য কারও সুপারিশের প্রয়োজন হয়নি তার। কারও সুপারিশে মৌনী ছবিতে সুযোগ পেয়েছেন, এমন বললে তো তার প্রতিভাকেই ছোট করা হয়।

রিতেশ আরও জানান, অন্যদের মতো মৌনীও অডিশন দিয়েছিলেন। তার অডিশন দুর্দান্ত হয়েছিলো। ফারহান আখতার ও সীমা সে অডিশন দেখেই তাকে ছবিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কারও সুপারিশে নয়।

কিছুদিন আগে লন্ডনে শুরু হয়ে গেছে ‘গোল্ড’-এর দৃশ্যধারণ। আগামী বছর মুক্তি পাবে ছবিটি।

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published.