





বহু সুন্দরীদের আইডল ও অনেক যুবকের স্বপ্নরাণী বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী। বর্তমানে তিনি






বেশ সুখেই সংসার করছেন রাজ কুন্দ্রার সাথে। এই দম্পতির কোলজুড়ে এসেছে ভিয়ান। ভিয়ানের






বয়স বর্তমানে তিন বছর। ছেলের প্রতি ভালোবাসা প্রদর্শন স্বরূপ ছেলের নামে নতুন মোবাইল বাজারে ছেড়েছেন এই অভিনেত্রী। বুধবার মুম্বাইতে এক জমকালো অনুষ্ঠানে হাজির ছিলেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা, মালাইকা আরোরা খান, ফারহা খান, জিতেন্দ্র প্রমুখ। জানা গেছে, ৮৪৯ টাকা থেকে ১২,৯৯৯ টাকার মধ্যে পাওয়া যাবে ‘ভিয়ান’ মোবাইল। স্মার্টফোনের সব রকম সুযোগ সুবিধে পাওয়া যাবে এই ফোনেও। রাজ কুন্দ্রা জানিয়েছেন, ‘ভিয়ান শব্দের অর্থ জীবন এবং এনার্জি। আমরা আশা করছি এই ফোনের মাধ্যমে কাস্টমাররা সব রকম সুবিধে এনজয় করতে পারবেন।’ আধুনিক প্রযুক্তির এই মোবাইল বলিউডি তারকাদের একাংশও ব্যবহার করছেন বলে জানা গিয়েছে। সব মিলিয়ে ছেলের নামে এই ব্যবসায়িক পদক্ষেপ সফল হবে বলেই মনে করছেন শিল্পাও। তাদের দীর্ঘদিনের স্বপ্নও সত্যি হল বলে জানিয়েছেন নায়িকা।