Home / মিডিয়া নিউজ / বুড়ো বয়সে ১৮ বছরের তরুণীর বিয়ের প্রস্তাব পেলেন নায়ক মাধবন

বুড়ো বয়সে ১৮ বছরের তরুণীর বিয়ের প্রস্তাব পেলেন নায়ক মাধবন

যত বয়স বাড়ছে তত যেন রূপবান হচ্ছেন অভিনেতা মাধবন। ৪৯ বছর বয়সেও তরুণ তিনি। সম্প্রতি

ইনস্টাগ্রামে একটি সেলফি শেয়ার করেছেন মাধবন। তাঁর হালকা হাসিতে মেয়েরা প্রেমে পড়তে বাধ্য। আর ঘটলও সেই একই ঘটনা।

এবার এক অষ্টাদশী প্রেম নিবেদন করে বসলেন অভিনেতাকে। কমেন্টে মেয়েটি লেখেন, ‘আমার বয়স ১৮। আপনাকে বিয়ে করতে চাওয়া কী ভুল’

অনুরাগীর প্রশ্নের অভাবনীয় উত্তরও দিয়েছেন মাধবন। তিনি লেখেন, “হা হা হা, ভগবান তোমার মঙ্গল করুন। আমার থেকে অনেক ভাল কাউকে খুঁজে পাবে তুমি।

নেটিজেনদের অনেকেই ম্যাডির এই উত্তরের প্রশংসা করেছেন। অনেক নারী সহমতও পোষণ করেছেন মেয়েটির সঙ্গে। তাঁকে ‘লাইন’-এ দাঁড়াতেও বলেছেন কয়েকজন।

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published.