Home / মিডিয়া নিউজ / ১০০ বছরের বুড়ার অভিনয়ে মোশারফ করিম

১০০ বছরের বুড়ার অভিনয়ে মোশারফ করিম

টানা ৬ মাস শুটিং এর পর শেষ হলো ধারাবাহিক নাটক ‘বাংগি টিভি’ এ নাটকে ১০০ বছরের বুড়ার অভিনয় করেছে মোশারফ করিম।

রচনা ও পরিচালনায় ছিলেন কচি খন্দকার। তিনি এ নাটকে মঞ্চ নাটকের থেয়েটার এর গুরুত্ব তুলে ধরেছেন। নাটকটি খুব দ্রুত নাগরিক টিভিতে প্রচার করা হবে।

এ নাটকে মোশারফ করিম-এর সাথে অভিনয় করেছেন মীর জাকির হোসেন জীবন, এম ফাহিম ফয়সাল স্মরণসহ অনেকে।

এ ব্যাপারে কথা হয় মোশারফ করিমের সাথে তিনি বলেন, আমি এই নাটকটি করে খুব মজা পেয়েছি আর বুড়ার অভিনয় তো আমাকে আরো মনোমুগ্ধ করেছে। আমি আশা করি দর্শকরা এই নাটকটি দেখে খুব মজা পাবে।

নাটক টি শুটিং হয়েছে গাজীপুরের কালিগঞ্জ উপজেলার রায়ের দিয়া ‘জাকিরের বাড়ি’ শুটিং স্পটে।এই নাটক টি নাটক প্রেমীদের ভেতরে অনেক আলোড়ন সৃষ্টি করবে।এটি ১টি অন্যরকম নাটক। অন্য সব নাটকের চেয়ে এই নাটকের গল্প অনেকটা আলাদা।

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published.