Home / মিডিয়া নিউজ / ষষ্ঠ শ্রেণিতে আলিয়ার প্রথম প্রেম

ষষ্ঠ শ্রেণিতে আলিয়ার প্রথম প্রেম

রণবীর কাপুরের সঙ্গে সদ্য সাত পাকে বাঁধা পড়েছেন আলিয়া ভাট। বিয়ের পরই জানা গেল এই

অভিনেত্রীর প্রথম প্রেমের কথা। মাত্র ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময়েই নাকি প্রথম প্রেমে

পড়েছিলেন আলিয়া। তেমন কথাই ঘটা করে জানিয়েছেন সবাইকে।

‘কফি উইথ করণ’র একটি পর্বে যোগ দিয়েছিলেন আলিয়া। সঙ্গে ছিলেন আরেক তারকা বরুণ। সেখানেই

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর নায়িকাকে জিজ্ঞেস করা হয় তার প্রেম নিয়ে। তখনই বোমা ফাটান রণবীরের ঘরনি। অনুষ্ঠানে আলিয়া বলেন, সতেরো বছর বয়সের মধ্যেই নাকি তার দু-দুটো প্রেম করা হয়ে গিয়েছিল! হতবাক হয়ে যান করণ!

আলিয়া তখনই ফাঁস করেন, তার জীবনের প্রেমের শুরু ষষ্ঠ শ্রেণিতে! শুনে অবাক বনে যান সঞ্চালক করণ এবং তারকা বরুণ।

আলিয়া তখন খোলসা করেন, ‘ঠিক প্রেম নয়, আসলে তখন ক্লাসের একটা ছেলেকে দারুণ লাগত। ওরও ভালো লাগত আমাকে। আমরা দু’জনেই দু’জনের দিকে তাকিয়ে হাসতাম। ওইটুকুই। তবে হ্যাঁ, ঠিকঠাক প্রেম করা শুরু করি ক্লাস টেনে উঠে।’

আলিয়া বলেন, ‘ক্লাস টেনের সেই প্রেম ছিল গভীর। আমরা সত্যিই একে অপরকে ভালবাসতাম। তবে দু’বছর পরে সেই সম্পর্ক ভেঙে যায়। আমার প্রেমিকই ছেড়ে চলে যায় আমাকে!’

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published.