Home / মিডিয়া নিউজ / এবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাঁধন

এবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাঁধন

নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করলেও বর্তমানে একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবেই প্রশংসিত

আজমেরী হক বাঁধন। গত বছর কান চলচ্চিত্র উৎসবে তার অভিনীত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’

প্রদর্শিত হওয়ার পর থেকেই দেশের পাশাপাশি আন্তর্জাতিক মিডিয়াতেও তার পরিচিতি বৃদ্ধি পেয়েছে।

সেই থেকে একজন আন্তর্জাতিক তারকায় রুপান্তরিত হয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ভারতের কেরালায় সিনেমাটি প্রদর্শিত হওয়ায় সেখানেও তিনি ব্যাপক গুরুত্ব পেয়েছেন। এবার আমেরিকায় তার সফর চূড়ান্ত হয়েছে। আমেরিকার টেক্সাস এবং নিউইয়র্কে সিনেমাটি প্রদর্শিত হবে। এ উপলক্ষে ১৩ এপ্রিল তিনি আমেরিকা যাচ্ছেন। সেখানে দুই সপ্তাহ অবস্থান করে ঈদের আগেই দেশে ফিরবেন বাঁধন।

এ প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত সিনেমাটি নিয়ে আমি প্রত্যাশার থেকেও বেশি কিছু পাচ্ছি। এটা আমার অভিনয় জীবনের অবিস্মরণীয় একটি ঘটনা। দর্শকের ভালোবাসার কারণেই এমনটি হচ্ছে। তাই খুব হিসাব করে পরবর্তী পদক্ষেপ নিতে হচ্ছে। কারণ দর্শকের কাছে আমার যে অবস্থান তৈরি হয়েছে তা নষ্ট করতে চাই না।

অভিনয়ে সেভাবে ব্যস্ততা না থাকলেও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন বাঁধন।

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published.