Home / মিডিয়া নিউজ / নতুন সিনেমায় জয়া আহসান

নতুন সিনেমায় জয়া আহসান

কলকাতার নতুন আরেকটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমার নাম ‘কালান্তর-বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ’।

সিনেমাটি পরিচালনা করবেন সৌকর্য ঘোষাল। বিপ্লবী চরিত্রে অভিনয় করবেন তিনি।

এর আগে এই পরিচালকের ‘ভূতপরী’ ও ‘ওসিডি’ সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান।

সিনেমাটিতে অভিনয় করবেন কৌশিক সেন, চন্দন রায় সান্যাল, ঋদ্ধি সেন, সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়সহ অনেকেই। চলতি মাসের ১৮ তারিখে কলকাতায় শুরু হচ্ছে শুটিং।

সিনেমার প্রেক্ষাপট নিয়ে পরিচালক বলছেন, অরবিন্দ ঘোষ বা বাঘাযতীনের মতো স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে ছবিতে উঠে আসবেন এমন বহু বিপ্লবী, যাদের নাম অনেকে জানেন না। ইতিহাসে তারা উপেক্ষিত। ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি কাল্পনিক চরিত্র মিশিয়ে লেখা হয়েছে ‘কালান্তর…’-এর গল্প।

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published.