





মাহমুদ মাহিনের পরিচালনায় ২০২১ সালে ‘হঠাৎ এলো বৃষ্টি’ নাটকের মাধ্যমে প্রথম মিডিয়াতে কাজ






শুরু করেন ছোট্ট মিশকাত মাহামুদ মেহরিন। এরপর একের পর এক তারকার সঙ্গে তার অভিনয়। ৫






বছর বয়সেই তাহসান, আফিরান নিশোদের মতো তারকার সঙ্গে তার অভিনয় করা হয়েছে।মাবরুর






রশিদ বান্নাহর ‘নিকোশিত’ নাটকে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খানের মেয়ের চরিত্রে অভিনয় করেন। এরপর শিহাব শাহীনের ‘যোদ্ধা’ ‘নিঃশব্দের আলো’, মাহমুদ মাহিনের ‘লাস্ট লাভ’ ও ‘হাঙ্গর’ নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন মিশকাত মাহামুদ।
শুধু টিভি নাটকেই নয় গ্রামীনফোন, ফ্রেশ, ইয়ামাহা মোটরবাইক, প্রাণ,বিএসআরএম স্টিলসহ বেশকিছু টিভিসিতে মডেল হিসেবে কাজ করেছে মিশকাত মাহামুদ। এছাড়া এবারের ঈদে ‘লাস্ট লাভ’ ও ‘হাঙ্গর’ নাটক প্রকাশের পর আরও বেশকিছু কাজের প্রস্তাব পেয়েছে মিশকাত মাহামুদ।এদিকে রমজানের ঈদ উপলক্ষ্যে ফ্যাশন হাউজ ভারগো, হস্তমেলা, চিরকুটের মডেল হিসেবে ফটোসেশনে অংশ নিয়েছিল ক্ষুদে এই তারকা। তানিম রহমান অংশুর ওয়েব সিরিজ ‘তীরন্দাজ’ও অভিনয় করেছেন মিশকাত মাহামুদ।
ক্ষুদে এই তারকা ভালো কাজ করার আগ্রহ প্রকাশ করে বলেন, নাটক কিংবা সিনেমা যাই হোক একজন শিশু শিল্পী হিসেবে ভালো কিছু কাজ করতে চাই আমি। আমার অভিনয় ভালো লাগে।কাজটাকে আমি খুব ইনজয় করি। ইংরেজি মাধ্যমের নার্সারিতে পড়াশোনা করছে এই ক্ষুদে শিল্পী ।