Home / মিডিয়া নিউজ / বিয়ের পর যা বললেন সানাই

বিয়ের পর যা বললেন সানাই

কদিন আগেই বিয়ে করেছেন আলোচিত ও সমালোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব। গত ২৭

মে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। তার বরের নাম আবু সালেহ মুসা। জানা গেছে, আবু সালেহ মুসা

একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকার বাসিন্দা তিনি।

অনেকটা গোপনেই বিয়ে করেছেন সানাই। তবে তার বিয়েতে কেউ উপস্থিত ছিল না এমনটি নয়। এই বিয়ে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস বা মিডিয়াতে কোনো কথা বলেননি তিনি। এবার বিয়ের পর নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস লিখলেন সানাই। তিনি লিখেছেন, আর যে হাতটা সমাজ, সংসার সব কিছুর কথা ছেড়ে আমার হাতটা ধরলো। আমি সেই হাতটা সারাজীবনের জন্য ধরে রাখতে চাই।

সানাই আরও লিখেছেন, আমাদের জন্য দোয়া রাখবেন যেন তাড়াতাড়ি ওমরাহ করতে পারি। আল্লাহ যেন ওমরাহ নসিব করেন তাড়াতাড়ি। স্ট্যাটাসের সঙ্গে স্বামীর হাত ধরে কয়েকটি ছবিও পোস্ট করেছেন সানাই। বলে রাখা ভালো, ২০২১ সালে অভিনয় ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছিলেন সানাই। এরপর থেকেই আড়ালে ছিলেন তিনি।

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *