Home / মিডিয়া নিউজ / নতুন খবর দিলেন অঞ্জনা

নতুন খবর দিলেন অঞ্জনা

বাংলা সিনেমার স্বর্ণালী সময়ের অভিনেত্রী অঞ্জনা রহমান। বর্তমানে সিনেমার কাজ না করলেও

চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিয়মিত। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য

হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এসব খবর পুরানো হলেও এবার নতুন খবর দিলেন এ নায়িকা।

নতুন পরিচয়ে আসছেন তিনি। জানা গেছে, সিনেমা প্রযোজনার পর এবার নাম লেখাতে যাচ্ছেন পরিচালনায়। বর্তমানে চলছে গল্প লেখার কাজ। শিগগিরই সবকিছু চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানান অঞ্জনা।

এ প্রসঙ্গে অঞ্জনা বলেন, সবাই আমাকে অনুরোধ করছিলেন চলচ্চিত্র পরিচালনায় আসার জন্য। সবকিছু ঠিক থাকলে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করব। বর্তমানে গল্প রেডি হচ্ছে।

এরপর অনুদানের জন্য জমা দেব। অনেকেই অনুদান পেয়েছে। আমারও পাওয়া উচিত। আশাবাদী আমিও পাবে। তিনি আরও বলেন, যেহেতু আমি প্রথমবার পরিচালনায় আসছি তাই আমাকে সহযোগিতা করবেন আমার একজন অভিভাবক। ভাবছি অনুদানের আবেদন করব। যদি না পায় তবে নিজ অর্থায়নে সিনেমাটি নির্মাণ করব।

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published.