Home / মিডিয়া নিউজ / বলিউড বাদশাহর বাড়িতে অশরীরির হানা!

বলিউড বাদশাহর বাড়িতে অশরীরির হানা!

ভূতে কেউ বিশ্বাস করেন আবার কেউ করেন না৷ সে নিয়ে তর্ক-বিতর্ক তো চলতেই থাকবে৷ এমনই

একটি বিষয় নিয়েই ভক্তদের সঙ্গে কথা বলছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। হঠাৎই তিনি ভয় পেয়ে গেলেন অদ্ভুত এক শব্দে৷
এ যেন নাম নেওয়ার সঙ্গে সঙ্গেই স্বয়ং শাহরুখের বাড়ি মান্নাতে হাজির অশরীরি৷ এমন একটি ঘটনা অবশ্যই ভয় পাইয়ে দেওয়ার মতোই৷ কিন্তু তিনি তো আর যেন তেন কেউ নন৷ বলিউড বাদশার কাছে ভূতও যেন কুপোকাত হয়ে গেল৷
আসলে রুপালি পর্দার ভূত মান্নাতে হাজির হয়েছিলেন ফিল্লৌরি ছবির প্রচারে৷ আর সবাই জানে এই ছবিতে এক ভূতের ভূমিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা৷ আসল ব্যাপার হল নিজের ছবির প্রচারে কোনও ত্রুটি রাখতে রাজি নন এই অভিনেত্রী৷ তাই এমন অভিনব উদ্যোগকে হাতিয়ার করেই তিনি এখন ব্যস্ত ফিল্লৌরি ছবির প্রচারে৷

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published.