Home / মিডিয়া নিউজ / হাসপাতাল থেকে এবার বিদ্ধাশ্রমে গীতা কাপূর দেখুন

হাসপাতাল থেকে এবার বিদ্ধাশ্রমে গীতা কাপূর দেখুন

পুরনো দিনের ছবি ’পাকিজা’ খ্যাত অভিনেত্রী গীতা কাপূরকে হাসপাতালে তাঁর ছেলে ফেলে চলে গেছেন,

এখবর আগেই শিরোনামে এসেছিল। আপাতত মাসখানেক হাসপাতালে কাটিয়ে অবশেষে বৃদ্ধাশ্রমে চলে গেলেন গীতা কাপূর।

গীতা কাপূরের এই দুঃসময়ে তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন প্রযোজক অশোক পণ্ডিত এবং রমেশ তউরানি। প্রবীণ অভিনেত্রীর হাসপাতালের বিলও মিটিয়েছেন তাঁরা। তারপর আন্ধেরিতে ’জীবন আশা’ নামে এক বৃদ্ধাশ্রমে তাঁর থাকার ব্যবস্থাও করেছেন ওই প্রযোজকরা। প্রযোজক অশোক পণ্ডিত টুইট করে জানিয়েছেন, আপাতত প্রবীণ অভিনেত্রী ভাল আছেন এবং হাসছেন। সেটা দেখেই তাঁর ভাল লাগছে।

প্রসঙ্গত, মায়ের উচ্চ রক্তচাপজনিত চিকিত্সার জন্যে গীতাকে গোরেগাঁওয়ের এসআরভি হাসপাতালে ভর্তি করান তাঁর ছেলে। তারপর টাকা তোলার নাম করে বেরিয়ে ছেলে মাকে সেখানে ফেলে চলে যান।

তবে এখনও অভিনেত্রী বিশ্বাস করেন, তাঁর ছেলে একদিন ফিরে আসবে। তবে এই খবরে সব থেকে দুঃখজনক বিষয় হল, গীতা কপূর কোথায় রয়েছেন সমস্ত বিস্তারিত তথ্য সংবাদমাধ্যমে দেওয়া হলেও, একজন আত্মীয়ও গীতাকে দেখতে হাসপাতালে আসেননি।

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published.