Home / মিডিয়া নিউজ / মা হিসেবে কোয়েল মল্লিক এর ছবি ভাইরাল

মা হিসেবে কোয়েল মল্লিক এর ছবি ভাইরাল

মাতৃত্ব’ সব মায়ের জন্যই একটি অন্যরকম অনুভূতি। অভিনেত্রী কোয়েল মল্লিকও তার ব্যতিক্রম নন।

লকডাউনের মধ্যে মা হয়েছেন তিনি। অন্তঃসত্ত্বা থাকাকালীন সময়ের বেশ কিছু স্মৃতিই অনুরাগীদের সঙ্গে শেয়ার করছিলেন কোয়েল মল্লিক।

সন্তানের অপেক্ষায় থাকাকালীন সময়ের ‘বেবি বাম্প’-এর কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন কোয়েল মল্লিক। ছবি গুলি পোস্ট করে তিনি লিখেছেন, ”এই বছরের শুরু … নিউ নর্মাল শুরু হওয়ার আগে … যখন আমি অত্যন্ত আনন্দিত হয়ে উঠছিলাম সন্তানের অপেক্ষায় !!!!! ”

করোনাকালে অধিকাংশ মানুষ যখন দুশ্চিন্তায় ছিলেন কোয়েল তখন মা হওয়ার খুশিতেই ডুবে ছিলেন। তবে পরবর্তী সময় কোয়েল-নিসপাল সিং সহ রঞ্জিত মল্লিক, দীপা মল্লিক ও করোনা আক্রান্ত হয়েছিলেন। অবশ্য এখন তাঁরা সকলেই সুস্থ আছেন।

গত ৫ মে কোয়েল মল্লিক ও নিসপাল সিং-এর পরিবারে আসে তাঁদের সন্তান। কোয়েল মাঝে মধ্যেই অনুরাগীদের জন্য ছেলে কবীরের কিছু ছবি শেয়ার করেন। আর নিমেষেই ভাইরাল হয় সেই ছবি।

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published.