Home / মিডিয়া নিউজ / ‘পাপ’ করছেন সাথে হোলিও খেলছেন পূজা!

‘পাপ’ করছেন সাথে হোলিও খেলছেন পূজা!

মা-বাবা-স্বামীকে নিয়ে কলকাতায় ‘হোলি’ খেললেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। আর নতুন খবর

হলো— ‘হইচই’ ওয়েব সিরিজ ‘পাপ ২’-তেও কেন্দ্রীয় চরিত্র ‘পার্বণী’র চরিত্রে পূজা অভিনয় করবেন বলে জানা গেছে।

প্রযোজনা সংস্থা জানিয়েছে, ২০ মার্চ থেকে তিনি ক্যামেরার মুখোমুখি হবেন। শ্যুটিংয়ের মধ্যেই দোলোৎসব পড়েছে। নিজের শহরে হোলি খেলতে মুম্বাই থেকে সপরিবারে কলকাতা গেছেন পূজা।

পূজার স্বামী কুণাল তাকে রাঙিয়েছেন সবুজ, গেরুয়া, লাল ও হলুদ রঙে। রঙ খেলতে খেলতেই পূজা চুমুক দিয়েছেন ঠাণ্ডাইতে। আর কোলে ছিল তাদের ছেলেও।

২০১৯-এর পূজায় ‘হইচই’-এর এই সিরিজ প্রথম মুক্তি পায়। কিছু দিন আগেই ওই প্রযোজনা সংস্থা ঘোষণা করেছিল, দর্শক চাহিদায় ফিরছে ‘পাপ’। আগের সিরিজ যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই কি শুরু হচ্ছে নতুন সিজন?

সিরিজে ছোটনের খুনি পার্বণী না অন্য কেউ? এই ধোঁয়াশা রেখে শেষ হয়েছিল প্রথম সিরিজ। এখান থেকেই গল্প শুরু হবে।যেখানে ছোটনের খুনের তদন্তের কিনারার আগেই ফের খুন পরিবারে। আরও খুনের আগেই কি খুনি ধরা পড়বে?

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published.