





গতকাল থেকে সাবেক অভিনেত্রী শাবানার সঙ্গে অভিনেত্রী নিপুনের দুটি ছবি ভেসে বেড়াচ্ছিল






ফেসবুকে। ছবি দেখে চোখ গেল মধ্যখানে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে। দেখা যাচ্ছে নিপুন একটি






বাক্স তুলে দিচ্ছেন শাবানার হাতে, মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে। প্রশ্ন হচ্ছে- মেয়েটি কে এবং বাক্সের ভেতর কী? প্রশ্নের উত্তর জানান অভিনেত্রী নিপুণই। তার কাছ থেকে জানা গেল- এটি গত শুক্রবারের ঘটনা। শাবানার মেঝ বোনের সঙ্গে সখ্যতা রয়েছে নিপুনের। সেই সূত্রে অন্যান্য শিল্পীদের সঙ্গে শাবানার বাসায় আমন্ত্রিত হন নিপুন। যাওয়ার সময় বাক্স বন্দি করে নিয়ে যান একটি কেক। আর মধ্যের মেয়েটি? ও হচ্ছে নিপুনের মেয়ে, নাম ’তানিশা হোসেন’।