Home / মিডিয়া নিউজ / মাহি আবার কিসের নায়িকা: মিষ্টি জান্নাত

মাহি আবার কিসের নায়িকা: মিষ্টি জান্নাত

আগামী মাসে মুক্তি পেতে যাচ্ছে মিষ্টি জান্নাত অভিনীত নতুন ছবি ‘তুই আমার রানী’। বাংলাদেশ-ভারতের

যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত অভিনয় করেছেন কলকাতার চিত্রনায়ক সূর্যের বিপরীতে।

যৌথভাবে ‘তুই আমার রানি’ পরিচালনা করেছেন বাংলাদেশের সজল আহমেদ ও ভারতের পীযূষ সাহা। প্রযোজনা করেছে বাংলাদেশের হ্যাভেন মাল্টিমিডিয়া ও কলকাতার প্রিন্স এন্টারটেইনমেন্ট।

এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে মাহিয়া মাহির সম্পর্কে মিষ্টি জান্নাত বলেন, ‘মাহির ‘অগ্নি’ দেখে চলচ্চিত্রে অভিনয়ে আগ্রহী হয়েছি কিন্তু মাহিয়া মাহিকে আমার ‘হিরোইন’ মনে হয় না।

একজন হিরোইনের যেমনটা হওয়া উচিত, তিনি মোটেও তেমন না। মাহি আবার কিসের নায়িকা!’ তিনি আরও বলেন, ‘আমি মাহিয়া মাহিকে প্রথম দেখেছি জাজ মাল্টিমিডিয়ার অফিসে। দেখতে শুকনা ছিল। গায়ের রং কালো। প্রথম দেখায় পছন্দ করার কিছুই ছিল না।

শুধু তা-ই নয়, বাপ্পিকেও নায়ক মনে হয়নি। তাঁর ফিটনেসও ভালো ছিল না। তাঁদের দেখে আমি আবদুল আজিজ ভাইকে সরাসরি বলেছিলাম, তাঁরা আপনাদের হিরো-হিরোইন! তাঁদের তো অনেক গ্রুমিং করাতে হবে।’

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published.