Home / মিডিয়া নিউজ / অবিকল সালমান খান, ভাইজানের বডি ডবল কে এই ব্যক্তি? জানুন

অবিকল সালমান খান, ভাইজানের বডি ডবল কে এই ব্যক্তি? জানুন

খুব ভালোবাসেন ভাইজানকে। তার চেয়ে বেশি শ্রদ্ধাও করেন সালমান খানকে। তার জগতই ভাইজান।

তার জন্য শ্যুটিং-এর সেটে ঘণ্টার পর ঘণ্টা ‘টেক’ দিতেও পিছপা হন না তিনি। ধৈর্য ধরে বসে থাকেন

কখন তার সময়টুকু আসবে। দীর্ঘ সময় বসে থাকতে থাকতে ধৈর্যচ্যুতি হয় না তার। তার কারণ, ওই ভাইজান!

‘রাধে’ ছবির কাজ শেষ হয়ে যাওয়ার পর নেটমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়। যে ছবিতে ভক্তের সঙ্গে ছিলেন তার প্রিয় তারকাও। সালমানের সঙ্গে পারভেজ কাজি, তার বডি ডবল। দুইজনকে অবিকল এক রকম দেখতে! এই ছবি দেখে অনেকেই চমকে উঠেছিলেন।

প্রতিটি সিনেমার শ্যুটিং শেষ হওয়ার পর মেক আপ করে থাকা অবস্থায় পারভেজ সালমানের সঙ্গে একটি করে ছবি নেটমাধ্যমে আপলোড করেন। বহু বছর ধরে এটাই তার অভ্যাস। এই সব ছবি দেখে মনে হয়, সালমান ও পারভেজ একে অপরের যমজ ভাই! সামান্য মেক আপ করলেই আর চেনার উপায় থাকে না।

শুধু ‘রাধে’ সিনেমাতেই নয়, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘বডিগার্ড’, ‘দাবাং সিরিজ’, ‘রেস ৩’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’— সালমানের সব ছবিতেই বডি-ডবলের ভূমিকা পালন করেছেন পারভেজ। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন পারভেজ। এখন এক রকম সালমানের ছায়াসঙ্গী হয়েই রয়েছেন।

দুই জনের মধ্যে সম্পর্কও অটুট। কখনও জন্মদিনে নিজের হাতে কেক খাইয়ে দেন ভাইজানকে, কখনও আবার ভাইজানকে দেখা যায়, পারভেজের পরিবারের সঙ্গে ছবি তুলতে। সালমান নিজেই বলেছিলেন, শ্যুট করার সময় নায়িকার পাশে কখনও কখনও তাকে বয়স্ক মনে হয়। তখন পারভেজই তার একমাত্র ভরসা। সূত্র: এবিপি

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published.