Home / মিডিয়া নিউজ / যে কারণে অভিনয়ে নেই সাবিলা নূর, জানালেন নিজেই

যে কারণে অভিনয়ে নেই সাবিলা নূর, জানালেন নিজেই

অচিরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী সাবিলা নূর। কিছুদিন ধরেই এমন

গুঞ্জন শোনা যাচ্ছিলো। এমন সময় সাবিলা জানালেন, অভিনয় থেকে বিরতি নিয়েছেন তিনি। কিন্তু কেন?

এর কোন ব্যাখ্যা দেননি সাবিলা। ফলে ভক্তরা ভাবছেন, বিয়ের জন্যেই সাবিলার এই অভিনয় থেকে দূরে সরে যাওয়া।

আসলেই কি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি? বর্তমানে কোথায় সাবিলা?

এই সব প্রশ্নের উত্তরে সাবিলা অবশেষে মুখ খুললেন। তিনি জানালেন, এখনই বিয়ে নয়। আপাতত নিজের একাডেমিক পরীক্ষা নিয়ে ব্যস্ত আছি। তাই অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছি। পরীক্ষা শেষ হলেই টানা ২০ দিন শুটিং করবো।

সাবিলা বললেন, সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে আমার। সব সময় তো শুটিং নিয়েই ব্যস্ত থাকতেই হয়। তাই পরীক্ষার সময় শুটিং রাখি না। পরীক্ষা শেষে টানা কাজ করতে হবে।

সাবিলা জানান, মে মাসের ২ তারিখ থেকে টানা শুটিং শুরু করবেন তিনি। ইতোমধ্যে চূড়ান্ত কথা হয়েছে সাগর জাহান, তপু খান, মাহমুদ মাহিন, স্বাধীন আহমেদ বাবু, রাইসুল তমাল ও মাবরুর রশীহ বান্নাহসহ বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে।

প্রসঙ্গত, সাবিলা নূর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যয়নরত।

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published.