Home / মিডিয়া নিউজ / তামান্না বলিউডের যে নায়ককে চুমু খেতে রাজি

তামান্না বলিউডের যে নায়ককে চুমু খেতে রাজি

ভারতীয় ইতিহাসের অন্যতম সেরা ছবি বাহুবলী সিনেমায় অভিনয় করে সকল শ্রেণীর সিনেমা

প্রেমীদের নজর কাড়েন তামিলের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। হিট হওয়ার জন্য কিংবা

টাকার জন্য অনেক অভিনেত্রীকেই খোলামেলা চরিত্রে দেখা যায়। কিন্তু এখনও পর্যন্ত এ অভিনেত্রীকে কোনো বোল্ড চরিত্রে দেখা যায়নি।

শুধু তাই নয় দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই তারকা যে কোনো ছবিতে সই করার আগে অদ্ভুত এক শর্ত দেন। অনস্ক্রিন কোনও চুমুর দৃশ্যে অভিনয় করতে পারবেন না। কিন্তু একজন বলিউড তারকার জন্য এই নিয়মের ব্যতিক্রম ঘটাতে রাজি তামান্না। কে তিনি?

সদ্য এক সাক্ষাৎকারে তামান্না বলেন, “সাধারণত অনস্ক্রিনে চুমুতে আমার আপত্তি থাকে। এটা আমার চুক্তির অংশ। কিন্তু হৃতিক রোশন হলে ব্যাপারটা আলাদা। আমি রাজি…।’’

তামান্না শেয়ার করেছেন, কিছুদিন আগে হৃতিকের সঙ্গে তার দেখা হয়েছিল। একেবারেই ফ্যান গার্ল মোমেন্ট ছিল তার জন্য। প্রিয় নায়কের সঙ্গে ছবিও তোলেন তিনি। ক্যারিয়ারের শুরু থেকেই হৃতিককে অনুসরণ করছেন তামান্না। হৃতিক তার কাছে অনুপ্রেরণা। ফলে হৃতিকের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পেলে কনট্র্যাক্টে কোনো রকম শর্ত রাখতে রাজি নন তামান্না।

এদিকে কিছু দিন পর তামান্নাকে দেখা যাবে দ্যাট ইজ মহালক্ষ্মী, দেবী ২, খামোশি সহ আরো বেশ কয়েকটি ছবিতে।

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published.