





শাকিব খান এখন বাংলাদেশের চলচ্চিত্রে অন্যতম সেরা নায়ক হলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না






শাকিবকে। প্রথমে স্ত্রীকে তালাক এরপরে শাকিব খানের ভুঁড়ি নিয়ে যেন আলোচিত সমালোচিত ঢালিউডপাড়া।






আশা করি চলচল নামক গানে শাকিব খানের ভুড়ি যেন আরো বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। আর সেই ছবিততে বিভিন্ন মন্তব্য করেছে শাকিবের ভক্তরা।
এক ভক্ত লিখেছেন ,’ ‘শাকিব ভাই আপনি মোটা হয়ে যাচ্ছেন, শরীর বেড়ে গেলে খারাপ দেখা যায়, ভালো দেখায় না। তাই বলছি ফিটনেস ঠিক করুন, মোটা হয়ে যাচ্ছেন , এটা নিয়ে বিভিন্ন গ্রুপে সমালচনা হচ্ছে । ৯৮% মানুষ মোটা পছন্দ করে না।’
আরেকভক্ত লিখেছেন, ‘অসাধারণ বস। নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি আপনাকে। তাই জীবনের শেষ সময়টুকু অব্দি আপনাকে ভালোবেসে বাঁচতে চাই। একটা অনুরোধ আপনি প্রতিদিন ঝিম করেন, ভুড়িটা একটু কমালে আরো সুন্দর লাগবে।’