Home / মিডিয়া নিউজ / আমরা ফিল্মমেকাররা খুব খারাপ : হঠাৎ এ কি বললেন ফারুকী!

আমরা ফিল্মমেকাররা খুব খারাপ : হঠাৎ এ কি বললেন ফারুকী!

একটি সিনেমা নির্মাণ করা সহজ কাজ নয়। এতে পরিচালককে সম্মুখীন হতে হয় নানা প্রতিকূলতার;

দিনের পর দিন দিয়ে যেতে হয় প্রচুর শ্রম; দায়িত্ব পালন করতে হতে হয় কঠোর। সর্বোপরি

তাকে হতে হয় ধৈর্যশীল। কিন্তু সেই ফিল্মমেকাররা খুব খারাপ বলে শুনলে একটু অবাক হতেই হয়।

দেশের অন্যতম জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ফিল্মমেকারদের সম্পর্কে ভক্তদের বলতে গিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেছেন, ‘আজকে মামুনুর রশীদ ভাইয়ের ডাবিং ছিলো ‘শনিবার বিকেল’ ছবির। এসেই বললেন, হাসপাতাল থেকে আসছেন, গত কয়দিন প্রেশার একশ ষাট।’’

‘কারণ হিসেবে বললেন, ‘শনিবার বিকেল’ শুটিং থেকেই এই অবস্থা। যে প্যানিকের মধ্যে ঢুকাইছো, সেখান থেকে আর বের হতে পারছি না। আমার জন্য খুব বিপদ হয়ে গেলো’। আমি মামুন ভাইকে সান্ত্বনা দিলাম। কিন্তু ভেতরে ভেতরে কি খুশীও হইলাম? অভিনেতারা যখন চরিত্র এবং ছবির সিচুয়েশনের ভেতর বসবাস করতে থাকেন, বের হওয়ার পথ খুঁজে পান না, দ্যাট ইজ দ্য মোমেন্ট আই লাভ মোস্ট।’’

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published.