Home / মিডিয়া নিউজ / আমি কখনোই শাকিব ভাইয়ের সঙ্গে নিজের তুলনা করিনি: শুভ

আমি কখনোই শাকিব ভাইয়ের সঙ্গে নিজের তুলনা করিনি: শুভ

ঢাকাই ছবির নায়ক শাকিব খান দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন।

নিজের কাজ এবং কথাবার্তা দিয়ে অর্জন করেছেন লক্ষ দর্শকের ভালোবাসা।

একের পর এক নতুন নতুন ছবিতে ভিন্ন ভিন্ন লুকে পর্দায় হাজির হচ্ছেন এই নায়ক।

“শুভ সম্প্রতি একটি বেসরকারী টিভি চ্যানেলের একটি লাইভ অনুষ্ঠানে বলেন, আমি কখনোই কোনোভাবে শাকিব ভাইয়ের সঙ্গে নিজের তুলনা করিনি। তুলনা করলে যেমন আমার ভুল হবে, তেমনি ইন্ডাস্ট্রির কেউ যদি এই তুলনা করে, সেটা আমার প্রতি অন্যায় হবে।

কারণ এতে আমার ওপরই প্রেসার বাড়ে আর কোনো ফায়দা হয় না। আর ভক্তরা যদি এই তুলনায় চলে যায়, সেটা তাদের ভাবনা। সেই ভাবনাটাকে সম্মান করি। তার মানে এই নয় যে ভক্তদের ভাবনায় নিজেকে ভাসিয়ে দেব ”

শাকিব খান কাজ দিয়েও রয়েছেন সবার উপরে। অন্যান্য নায়কদের তুলনায় শাকিব খান অভিনীত ছবি বছরের পর বছর হিট, সুপার হিট ছবির দৌড়ে রয়েছে এগিয়ে। বলা যায় শাকিব খানই ধরে রেখেছেন ঢালিউড ইন্ডাষ্ট্রি।

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published.