





এবার নতুন পরিচয়ে ব্যবসা শুরু করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ। রাজধানীর কামাল আতাতুর্ক






এভিনিউতে ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ নামে একটি পার্লার চালু করেন ঢাকাই ছবির হিট নায়িকা নিপুণ।






বর্তমানে সেটা নিয়েই ব্যস্ত সময় করছেন এই অভিনেত্রী। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নিপুণ। তিনি বলেন, চলচ্চিত্রে এখন মেধাবী বা গুণী শিল্পীদের কদর নেই। তাই আগেই নিজের ভবিষ্যৎ গড়ার চিন্তা করছি। পুরোপুরি ব্যবসায়ী হয়ে যাচ্ছি। তা না হলে পরবর্তীতে দুঃখ পেতে হবে।
তার বিজনেস পার্টনার হিসেবে আছেন তারই ছোট ভাই হাসান মাহমুদ ইমতাজ। বাংলাদেশের সৌন্দর্য শিল্প চর্চার প্রেক্ষাপটে ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা লিমিটেড’ একেবারেই নতুন দিগন্তের সূচনা করবে বলে নিপুণের বিশ্বাস।
নিপুণ বলেন, অনেক স্বপ্ন নিয়ে দেশের মানুষের কথা চিন্তা করে আমি এবং আমার ভাই টিউলিপ নেইলস অ্যান্ড স্পা-র যাত্রা শুরু করছি। সবার দোয়া ও সহযোগিতা চাই। আমার বিশ্বাস, এখানে এলে সংশ্লিষ্ট কাজের জন্য দেশের বাইরে যাবার কথা কেউ চিন্তাও করবেন না। সৌন্দর্য চর্চায় টিউলিপ সবসময়ই পাশে থাকার অঙ্গীকার নিয়েই এসেছে।