Home / মিডিয়া নিউজ / শাশুড়ির বিরুদ্ধে শুভশ্রীর অভিযোগ

শাশুড়ির বিরুদ্ধে শুভশ্রীর অভিযোগ

কলকাতার নায়িকা শুভশ্রী গাঙ্গুলি ও পরিচালক রাজ চক্রবর্তীর বিয়ে হওয়া তিন মাস হয়ে

গেল। গেল ১১ মে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। অনেক দিন চুটিয়ে প্রেম, তারপর বিয়ে।

বিয়ের তিন মাসের মাথায় শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ করে বসলেন শুভশ্রী। অনেকেই অনেক কিছু ভাবছেন হয় তো। আসল ব্যাপারটি হল শুভশ্রীর অভিযোগ করেছেন, রাজের মা তাকে রান্নাঘরে যেতে দেন না।

আর খুলে বলার প্রয়োজন নেই। শশুর বাড়িতে গিয়ে শুভশ্রী কেমন আছেন বোঝা যাচ্ছে। শুভশ্রী জানিয়েছেন, স্বামী রাজের সঙ্গে প্রতিটি মুহূর্ত তার অনেক আনন্দে কাটছে। নিয়মিত তারা এক সঙ্গে বসে ওয়ার্কআউট করেন। নিজেদের কাজ নিয়ে আলাপ আলোচনা করেন। আর রান্না ঘরেও ঢোকেন মাঝে মধ্যে। স্বামী-শাশুড়িকে রান্না করেও খাওয়ান। যদিও বৌ মায়ের হাতে কালি লাগাতে চান না রাজের মা।

সব মিলিয়ে শুভশ্রী জানালেন, অনেক ভালো আছেন তিনি। বিয়ের পর প্রতিটা দিনই উৎযাপন করে চলেছেন মনের মতো করে।

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published.