Home / মিডিয়া নিউজ / নিজের অপ্রস্তুত অবস্থার ছবি পোস্ট করায় রাজের ওপর চটেছেন মিম

নিজের অপ্রস্তুত অবস্থার ছবি পোস্ট করায় রাজের ওপর চটেছেন মিম

বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বর্তমান প্রজন্মের যারা অভিনেত্রী

রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম তবে তার ক্যারিয়ার শুরু হয়েছিল নাটকের মাধ্যমে বহু নাটকে

তিনি অভিনয় করেছেন এবং নাটকে তার অভিনয় অত্যন্ত সাবলীল ছোটপর্দা থেকে তিনি বড় পর্দায়

পদার্পণ করার পর থেকে ব্যাপক আলোচনায় চলে আসেন এবং সেখানেও তার অভিনয় প্রশংসিত হয়

বর্তমান সময়ে অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী দের মধ্যে একজন। বাংলাদেশের সিনেমার পাশাপাশি তিনি পার্শ্ববর্তী দেশ ভারতের সিনেমাতেও অভিনয় করেছেন

ঘুমন্ত অবস্থায় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিয়েছেন অভিনেতা শরিফুল রাজ। এই কাণ্ডে খেপেছেন মিম।

ঘুম থেকে উঠে সেই ছবি দেখে রাজকে হুমকিও দিয়েছেন তিনি। মিমও সুযোগ খুঁজছেন, অপ্রস্তুত অবস্থায় রাজের ছবি তুলে তিনিও ফেসবুকে আপলোড করে দেবেন।

মিমের ঘুমন্ত ছবি ছবি পোস্ট করে রাজ লিখেছেন– \’ফাঁকিবাজ ঘুমায়।\’ ছবিতে দেখা যাচ্ছে নায়িকা বিদ্যা সিনহা মিম মেকআপ রুমে শুয়ে ঘুমাচ্ছেন। \’

এ বিষয়ে মিম জানান, সকালে সময়মতোই শুটিংয়ে হাজির হয়েছিলেন তিনি। লাইট, ক্যামেরা ও সেট প্রস্তুত করতে বেশ খানিকক্ষণ সময় লেগে যায়। এই সময়টা মেকআপ রুমে অলস বসে থাকতে থাকতে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন তিনি।

মিম বলেন, \’অনেক সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করতে হয়েছিল। ক্লান্ত লাগলে কী করব! তাই বলে আমার ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেবে?

আমিও সুযোগ খুঁজছিলাম। পরে ওর অনেক ছবি তুলে হুমকি দিয়েছি– আর কখনও এ রকম করলে আমিও সঙ্গে সঙ্গে রাজের ছবি ফেসবুকে দেব।\’ মজা করে কথাগুলো বলছিলেন মিম।

একটি সিনেমার শুটিংয়ের জন্য প্রায় আট মাস পর ঢাকার বাইরে গেছেন মিম।

গত ২৪ নভেম্বর থেকে সৈয়দপুরে শুরু হওয়া \’দামাল\’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফি।

বর্তমান বাংলাদেশের সিনেমার অবস্থা খুবই শোচনীয় অভিনেতা-অভিনেত্রীদের অভাবে এবং ভালো পরিচালক না থাকার কারণে বাংলাদেশের সিনেমা নিয়ে ব্যাপক

সমালোচনা হচ্ছে চতুর্দিকে এবং বলা যাচ্ছে যে বাংলা সিনেমা এখন ধ্বংসের কাছাকাছি চলে এসেছে তবে এই মুহূর্তে দাঁড়িয়েও অনেক অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের যাত চিনিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এদের মধ্যে একজন হলেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published.