





বলিউডের জনপ্রিয় অভিনেতা ছিলেন ইমরান খান ক্যারিয়ারে বেশকিছু সিনেমা করেছেন এবং






সেগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তার নামকরা কিছু সিনেমাগুলোর মধ্যে একটি হল মেরি






ব্রাদার কি দুলহান। ইমরান খান মূলত বলিউডের কিংবদন্তী অভিনেতা আমির খানের ভাগ্নে






সিনেমা জগতে তার হাত ধরেই ইমরান খান উঠে এসেছিলেন এবং এরপর একের পর এক জনপ্রিয় সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন তবে
বেশ কিছু বছর হল এই অভিনেতা সিনেমা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন এবং শোনা যাচ্ছে তিনি আর সিনেমাতে ফিরবেন না
বিনোদন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইমরান খান। আমির খানের ভাগ্নেকে নিয়ে বেশ কিছুদিন ধরে এমন শোরগোল শুরু হয়েছে। সম্প্রতি ইমরানের এক ঘনিষ্ঠ বন্ধু বলেন,
ইমরান অভিনয় করবেন না আর। অভিনয় জগৎ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। অদূর ভবিষ্যতে হয়তো ইমরানকে পরিচালনার কাজে যুক্ত হতে দেখা যাবে।
ইমরান ঘনিষ্ঠর ওই মন্তব্যের পর জোর শোরগোল শুরু হয়ে যায়। ’মেরে ব্রাদার কি দুলহান’ অভিনেতাকে কী আর নতুন করে কোনো ছবিতে দেখা যাবে না বলে প্রশ্ন উঠতে শুরু করে। এসবের মধ্যে বৃহস্পতিবার আচমকাই দেখা মেলে ইমরান খানের। ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দিতে দেখা যায় তাকে।
ইমরান খানের ওই ছবি প্রাকশ্যে আসতেই হু হু করে ভাইরাল হয়ে যায়। শুধু তাই নয়, ইমরান যাতে শিগগিরই ফের অভিনয়ে ফিরে আসেন, অনুরাগীরা সেই দাবিও জানাতে শুরু করেন।
দীর্ঘদিন ধরে ইমরান খান অভিনয় করছেন না। বেশ কিছুদিন থিয়েটার করলেও, তা বন্ধ করে দিয়েছেন। অভিনয় থেকে সরে আসার পর দীর্ঘদিন ধরে জমানো টাকা
দিয়ে সংসার চলেছে। শুধু তাই নয়, ইমরানের অভ্যাস পাল্টে গিয়েছে। তিনি আর মানিয়ে নিতে পারছেন না। বহুদিন ধরে বহু চেষ্টা করেও তাই আর ইমরানের সঙ্গে থাকতে পারছেন না বলে মন্তব্য করতে শোনা যায় অভিনেতার স্ত্রী অবন্তিকা মালিককে।
এরপরই জানা যায়, আলাদা হচ্ছেন ইমরান-অবন্তিকা। কোনো কিছু রাখঢাক না করেই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে দেখা যায় ইমরানের স্ত্রীকে।
অতীতে যারা ভালো অভিনেতা ছিলেন বলিউডের আস্তে আস্তে কেন জানি তারা সরে যাচ্ছেন অভিনয় থেকে দূরে যেমন বলিউডের ইমরান খানের কথাই বলা যাক তিনি
ক্যারিয়ারে অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিলেন এবং নিজের অভিনয় দিয়ে হারিয়ে গিয়েছিলেন অন্যদেরকে অল্প সময়ে বলিউডের নিজের অবস্থান তৈরি করে নেয়া ইমরান খান ব্যাপকভাবে দর্শকপ্রিয়তাও
পেয়েছিলেন কিন্তু কিছু বছর থেকেই তিনি অভিনয় আর নিয়মিত নেই এবং সমাজ আছে তিনি আর অভিনয় করবেন না সম্প্রতি সময়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল এবং সংসারে টানাপড়েন’ দেখা গিয়েছিল তার