





দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। অসাধারণ অভিনয়






দক্ষতা আর নজরকাড়া সৌন্দর্য দিয়ে তিনি ভারতের দক্ষিণ সিনেমার অন্যতম জনপ্রিয়






অভিনেত্রী হওয়ার যোগ্যতা অর্জন করে নেন এবং তাঁর অভিনীত সিনেমা গুলো দর্শকদের






কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে তার সাবলীল অভিনয় আর অঙ্গভঙ্গি সবকিছু মিলিয়ে তাকে এ জায়গায় এনে দিয়েছে
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। সম্প্রতি গৌতম কিসলুকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। বিয়ের পর স্বামীর সঙ্গে এখন মালদ্বীপের কনরাড দ্বীপে হানিমুন করছেন কাজল। গেল রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম প্রোফাইলে কিছু ছবি আপলোড করেছেন এই অভিনেত্রী।
গৌতম ও কাজলের ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যায়, মালদ্বীপে রাঙ্গালি আইল্যান্ড রিসোর্টে তারা অবস্থান করছেন। কাজলের ইনস্টাগ্রামের একটি ছবিতে দেখা যায়,
লাল বিচ গাউনে তাকে জড়িয়ে রেখেছেন স্বামী গৌতম। ক্যাপশনে লেখা, ’সুন্দর তুমি’। কাজলের মতো তার স্বামীও ইনস্টাগ্রামে পোস্ট করা থেকে পিছিয়ে নেই। মালদ্বীপে পৌঁছে গৌতম লিখেন, ’বেড়াতে বের হয়ে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। অবশ্য সতর্কতার সঙ্গেই বের হয়েছি। ধীরে ধীরে স্বাভাবিক দিনে ফিরছি।’
আর মালদ্বীপে রাঙ্গালি আইল্যান্ড রিসোর্টেই তৈরি হতে যাচ্ছে বিশ্বের প্রথম অর্ধনিমজ্জিত জাদুঘর। সমুদ্র ভূ-পৃষ্ঠের প্রায় ১৬ ফুট নিচে কনরাড মালদ্বীপ রাঙ্গালি আইল্যান্ড হোটেলের ভেতরে রয়েছে কাঁচে ঘেরা একটি রেস্তোরাঁ। যেখানে বসে সামুদ্রিক প্রাণীদের চলাফেরা করতে দেখা যায়। এই হোটেলে এক রাত থাকতে খরচ করতে হয় প্রায় ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় ৩৩ লাখেরও বেশি।
সিনেমা ইন্ডাস্ট্রি এর ক্ষেত্রে ভারতের জুড়ি মেলা ভার বিশ্বের অন্যতম বৃহৎ সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে একটি হলো ভারত প্রতিবছর তারা প্রচুর পরিমাণে সিনেমা তৈরি করে
এবং সিনেমা থেকে তারা মোটা অঙ্কের অর্থ আয় করে এবং তাদের সিনেমার অর্থ তাদের গোটা দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব আনে। বলিউডের পাশাপাশি ভারতের দক্ষিণের সিনেমার জনপ্রিয়তা রয়েছে ব্যাপকহারে এবং প্রচুর সিনেমা তারা তৈরি করে থাকে যেগুলো ব্যাপকভাবে দর্শকপ্রিয় এবং দেখা যায় বলিউডে অনেক সময় তাদের ছবিগুলো থেকে রিমেক করে থাকে