Home / মিডিয়া নিউজ / প্রথম স্ত্রীকে এখনও ভুলেননি আমির

প্রথম স্ত্রীকে এখনও ভুলেননি আমির

দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে ২০০২ সালে আমির খান আর রীনা দত্তের বিবাহিত জীবনের

বিচ্ছেদ ঘটে। ডিভোর্স হওয়ার পরও কেটে গেছে ১৬ বছর। কিন্তু, আমির এখনও ভোলেননি কতটা ভয়াবহ ছিল সেই সময়টা।

করণ জোহারের জনপ্রিয় টিভি শো ’কফি উইথ করণ’ এ এসে আমির শেয়ার করলেন তাঁর

অভিজ্ঞতা। বললেন, আমাদের বিবাহিত জীবন ১৬ বছরের ছিল। যখন ভেঙে গেল, সেই সময়টা আমাদের দু’জনের জন্যই ভয়াবহ ছিল। আমাদের পরিবারের জন্যও খুব কঠিন সময় ছিল ওটা।

আমির আরও বলেন, ’আমি বলব না ওর প্রতি আমার ভালোবাসা বা সম্মান কোনটা কমে গিয়েছিল। রীনা অসম্ভব ভালো একজন মানুষ। ওর সঙ্গে ওই ১৬টা বছর আমায় সমৃদ্ধ করেছে। দু’জনেই বেড়ে উঠেছি আমরা।’

২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০১১ সালে তাঁদের এক পুত্রসন্তানও হয়। তার নাম আজাদ।

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published.