Home / মিডিয়া নিউজ / নিক-প্রিয়াঙ্কার প্রেমে হাওয়া দিচ্ছেন রক

নিক-প্রিয়াঙ্কার প্রেমে হাওয়া দিচ্ছেন রক

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন গায়ক নিক দুজনেই চুটিয়ে প্রেম করছেন। দুজনে এদেশ,

ওদেশ ঘুরে বেড়াচ্ছেন। একান্ত সময়গুলো ভাগাভাগি করছেন। তাদের এই প্রণয় গড়াতে যাচ্ছে বিয়েতে।

শোনা যাচ্ছে। শিগগির তাদের চারহাত এক হতে যাচ্ছে। কিন্তু ভারতীয় নায়িকা প্রিয়াঙ্কার প্রেম কীভাবে হলো মার্কিন মুলুকের গায়কের নিকের সঙ্গে? জানা গেল মজার সেই খবর। দ্য ’রক’ খ্যাত ডোয়াইন জনসন নাকি প্রিয়াঙ্কা ও নিকের প্রেম করিয়ে দিয়েছেন।

জনসন নিজেই এই তথ্য জানিয়েছেন। পাকিস্তানী সংবাদ মাধ্যম ডন-এ জনসনের বক্তব্যে বলা হয়েছে, ’প্রিয়াঙ্কা ও নিকের প্রেমের সম্পর্ক আমিই করিয়ে দিয়েছি। তাদের সম্পর্ক যদি ভালো যায় তাহলে এর ক্রেডিট আমাকেই নিতে হবে।’
কীভাবে সম্পর্ক করালেন জনসন? খুব সহজ একটা তথ্য হলো ’বেওয়াচ’ ও ’জুমানজি : ওয়েলকাম টু দ্য জাঙ্গাল’ একসাথে কাজ করেছেন ডোয়াইন জনসন, প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। আর এই সময়টাতেই ঘটনা ঘটে গেছে।
অর্থাৎ অক্সিজেন ও হাইড্রোজেন মিলিয়ে পানি বানিয়ে দিয়েছেন রক খ্যাত জনসন।

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published.