Home / মিডিয়া নিউজ / হৃত্বিকের মুখোশে শাকিব খান, সমালোচনার ঝড়

হৃত্বিকের মুখোশে শাকিব খান, সমালোচনার ঝড়

বলিউডের সাড়াজাগানো ’কৃষ’ চলচ্চিত্রে ব্যবহৃত অভিনেতা হৃত্বিক রোশানের মুখোশের আদলে

তৈরি মুখোশের আড়ালে মুখ ঢাকলেন ঢাকার অভিনেতা শাকিব খান। পরিচালক উত্তম আকাশের

’চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ চলচ্চিত্রে এই বেশে হাজির হচ্ছেন এ অভিনেতা।

যার এক ঝলক দেখা গেল রোববার ইউটিউবে প্রকাশিত ছবিটির ট্রেইলারে। ট্রেইলারে শাকিবকে অনেকটা হৃত্বিকের বেশেই দেখেছেন দর্শকরা।

মুখোশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও চলছে বিস্তর আলোচনা-সমালোচনা। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি পরিচালক উত্তম আকাশের।

কয়েকদিন আগে তিনি জানিয়েছেন, ছবিটি ইতিমধ্যে সেন্সরে জমা পড়েছে। শিগগিরই সেন্সর সার্টিফিকেট পেলেই মুক্তির তারিখ ঘোষণা করবেন।

এর আগে ২৩ মার্চ ছবিটি মুক্তির কথা ছিল। নির্ধারিত সময়ে দৃশ্যধারণ শেষ না হওয়ায় পেছানো হয়েছে মুক্তির তারিখ।

গত বছরের অক্টোবরে ছবিটির শুটিং শুরু হয়েছিল এফডিসিতে। পর্যায়ক্রমে ময়মনসিংহ ও থাইল্যান্ডের বিভিন্ন লোকেশন শ্যুটিং হয়েছে।

শাপলা মিডিয়ার প্রযোজনায় ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বুবলি। এতে আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমি, সাদেক বাচ্চু, কাজী হায়াত।

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published.