Home / মিডিয়া নিউজ / বলিউডের সবচেয়ে ধনী অভিনেতারা

বলিউডের সবচেয়ে ধনী অভিনেতারা

বলিউডের সবচেয়ে ধনী অভিনেতাদের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে। শাহরুখ খান :

ধনী বলিউড তারকাদের তালিকার শীর্ষে আছেন \’বলিউড বাদশাহ\’ খ্যাত অভিনেতা শাহররুখ খান। তার ৬০ কোটি মার্কিন ডলারের সম্পদ রয়েছে।

অমিতাভ বচ্চন : শাহরুখের পরেই আছেন \’বলিউডের শাহেনশাহ\’ খ্যাত অমিতাভ বচ্চন। এই কিংবদন্তি অভিনেতার মোট সম্পদের পরিমাণ ৪০ কোটি ডলার।

সালমান খান : বলিউডের সুদর্শন এই অভিনেতা ২৩ কোটি মার্কিন ডলারের সম্পদের মালিক।

অক্ষয় কুমার : সালমান খানের পরেই আছেন বলিউড \’খিলাড়ি\’ অক্ষয় কুমার। অক্ষয়ের মোট সম্পদের পরিমাণ ১৯ কোটি মার্কিন ডলার।

আমির খান : \’মিস্টার পারফেকশনিস্ট\’ খ্যাত বলিউড তারকা আমির খানের মোট সম্পদের পরিমাণ ১৮ কোটি মার্কিন ডলার।

ইরফান খান : বলিউড ও হলিউডে এখন ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। ইরফান খানের মোট সম্পদের পরিমাণ ৫ কোটি মার্কিন ডলার।

রনবীর কাপুর : মাত্র কয়েক বছরেই অভিনয়ের মাধ্যমে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন তিনি, বলিউডে এখন তার দৃঢ় অবস্থান। এই তরুণ অভিনেতার সম্পদের মোট পরিমাণ ৫ কোটি মার্কিন ডলার।

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published.