Home / মিডিয়া নিউজ / গৃহকর্মীর বিয়ের অনুষ্ঠানে আলিয়া

গৃহকর্মীর বিয়ের অনুষ্ঠানে আলিয়া

অন্তর্জালে ঘুরছে আলিয়া ভাটের ভাইরাল হয়ে যাওয়া একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, গোলাপী-সোনালি

রঙা পোশাক পরে এক নব-দম্পতির সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

জানা গেছে- ভাইরাল হওয়া ছবিটিতে আলিয়ার সঙ্গে যে নারী রয়েছেন তিনি ’হাইওয়ে’খ্যাত এই তারকার বাড়ির গৃহকর্মী। তার বিয়ের অনুষ্ঠানেই অতিথি হয়ে উপস্থিত হয়েছেন তিনি।

অয়ন মুখার্জি পরিচালিত ’ব্রক্ষ্মাস্ত্র’ ছবির শুটিং করছেন আলিয়া ভাট। এতে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে অমিতাভ বচ্চন, নাগার্জুনা, রণবীর কাপুর ও টেলিভিশন তারকা মৌনি রয়কে।

এছাড়া ’কলঙ্ক’ ও ’গুল্লি বয়’ ছবির কাজ রয়েছে বলিউডের এই অভিনেত্রীর হাতে।

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published.