Home / মিডিয়া নিউজ / সালমানকে পেয়ে যা বললেন এই অভিনেত্রী

সালমানকে পেয়ে যা বললেন এই অভিনেত্রী

বলিউড সুপারস্টার সালমান খান মানেই বক্স অফিসে নতুন নতুন রের্কড। খান সাহেব

তার পরবর্তী ছবি ’ভারত’ এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

আলী আব্বাস জাফর পরিচালিত আলোচিত ’ভারত’ সিনেমায় যুক্ত হয়েছেন মরোক্কান ও

কানাডিয়ান মডেল-অভিনেত্রী নোরা ফাতেহি। বলিউড ভাইজানের সঙ্গে এই সিনেমাটিতে কাজের সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করছেন অভিনেত্রী নোরা।

এ বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমে নোরা ফাতেহি বলেন, ’ভারত সিনেমার অংশ হতে পারাটা আমার ক্যারিয়ারে উচ্ছ্বাসের বিষয়। সালমান খান ও আলী আব্বাস স্যারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করছি। আশা করছি, ভবিষ্যতেও এ রকম আরও কাজের অংশ হতে পারব।’

মরোক্কান ও কানাডিয়ান মডেল-অভিনেত্রী নোরা চরিত্রের প্রয়োজনে স্প্যানিশ ভাষা শিখছেন তিনি।

এ প্রসঙ্গে নোরা ফাতেহি বলেন, ’সিনেমাটিতে ল্যাটিন একটি চরিত্রে অভিনয় করব। এ চরিত্রটি ল্যাটিন ভাষায় কথা বলবে। তার মানে আমাকেও ল্যাটিন ভাষায় কথা বলতে হবে। এজন্য স্প্যানিশ ভাষা ও শারীরিক ভাষা শুটিংয়ের আগেই আয়ত্ত করতে হবে।’

আলোচিত ’ভারত’ সিনেমাটি প্রযোজনা করছেন অতুল অগ্নিহোত্রী। তিনি জানান, এতে ১৯৪৭-২০০০ সাল পর্যন্ত সালমানের চরিত্রটিকে ঘিরে ভারতের বিভিন্ন ঘটনা দেখানো হবে।

’ভারত’ সিনেমাটিতে সালমান খান ও নোরা ফাতেহি ছাড়াও আরও অভিনয় করছেন টাবু, ক্যাটরিনা কাইফ, দিশা পাটানি, সুনীল গ্রোভার প্রমুখ।

২০১৯ সালের ঈদে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Check Also

সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান

অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা ভালোবেসে সুখের সংসার সাজিয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন …

Leave a Reply

Your email address will not be published.